মালদা

একদল দামাল যুবকের উদ্যোগে মালদার হরিশ্চন্দ্রপুরে রুটি ব্যাঙ্কের উদ্বোধন

বিনা পয়সায় খাবার পাবেন মালদা জেলাতে। অবাক হচ্ছেন। অবাক হওয়ার মতোই একথা। সরকারী কোন উদ্যোগে নয়। একদল দামাল যুবক এমনই ‘ফুড ব্যাঙ্ক’ তৈরী করেছেন। যেখানে প্রতিদিন দুই বেলা পেট পুরে খাবার পাবেন।

    জানা যায়, তিন থেকে চারশো জন যুবক তৈরী করেছেন এমন একটি ‘ফুড ব্যাঙ্ক’ যার নাম "রুটি ব্যাঙ্ক"। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে তৈরী হয়েছে এই ‘ফুড ব্যাঙ্ক’। যেখানে রুটি, ভাত, ডাল, সব্জি সহ ডিম, মাছ, মাংসও আছে এই ব্যাঙ্কে। হত দরিদ্র শ্রেণীর কোন বাসিন্দা বা শারিরীকভাবে দুর্বল কোন বাসিন্দা যেন অভুক্ত না থাকে- এমনই এক ভালো উদ্দেশ্য নিয়ে তৈরী করা হয়েছে এই ব্যাঙ্ক। যুবকদের বক্তব্য প্রতিদিন আর্থিকভাবে স্বচ্ছল বাসিন্দারা তাদের বাড়িতে নানা সামাজিক অনুষ্ঠান করে থাকেন। সেখানে নানা পদের রকমারি ব্যঞ্জন তৈরি করা হয়। অতিথি সেবা দেওয়ার পর অনেক ক্ষেত্রে বেচে যায় খাবার। যা পরে নষ্ট হয়। আর সেই সব বেচে যাওয়া খাবার নষ্ট হওয়ার আগে সংরক্ষণ করে এই ব্যাঙ্কে রাখা হবে। আর তা হতদরিদ্র ও শারিরীক ভাবে দুর্বল বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে। রবিবার হরিশ্চন্দ্রপুরের এই ব্যঙ্কের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন ভুমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়, সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রদীপ জ্বালিয়ে এই ব্যঙ্কের উদ্বোধন করা হয়।

    দামাল যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়। তিনি জানান হরিশ্চন্দ্রপুরে তার বসতবাড়ি। আর এই এলাকার যুবকদের এমন প্রচেষ্টায় তিনি খুশি। এমন কাজে তিনিও সামিল হয়েছেন এই যুবকদের সাথে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CtuhbN8c6Tc